Welcome to the BlogSpot Show

ব্লগস্পট থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়?

ব্লগস্পট থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়? কিভাবে অনলাইনে আর্নিং করবো ব্লগ স্পটের মাধ্যমে? How to make money from blogger? blogspot help

BlogSpot Income Bangla

ব্লগস্পট বা BlogSpot থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়? এর উত্তর হলো হ্যা। আপনি বিনা ইনভেস্টে কোন ডোমেইন হোস্টিং না কিনেই ব্লগস্পট থেকে আয় করতে পারবেন। তার জন্য লাগবে শুধু একটু সময় আর ধৈর্য্য। ব্লগস্পট এর ক্ষেত্রে সময় আর ধৈর্য্য না হলে ইনকাম করা কঠিন হয়ে পরে।

How to make money blogging

যারা দুই তিন বছর কষ্ট করে তাদের ওয়েব সাইট কে র‌্যাঙ্ক করায় ট্রাফিক আনে আপনি যদি এক দিনেই আপনার ওয়েবসাইট খুলে সেই পরিমানে ট্রাফিক আনতে চান তাহলে কিন্তু সেটা আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। এর জন্য আপনাকে প্রচুর শ্রম দিতে হবে আপনার ওয়েব সাইটের পিছনে। সাধারণত একটি ওয়েবসাইটকে দার করানোর জন্য অনেক কিছুই করতে হয়। যেমনঃ

  • ঠিক ভাবে এস.ই.ও করা
  • নিয়মিত এবং ভালোভালো কন্টেন্ট আপলোড
  • ব্যাকলিঙ্ক তৈরি করা
  • ওয়েবসাইটের মান বৃদ্ধি করা। ইত্যাদী

 আমরা আস্তে আস্তে সেগুলোও আলোচনা করাব।

একটি সাইট কে ডেভেলপ করার জন্য আপনাকে এই সব কিছু করাতে হবে। তারপরে আপনার ধৈর্য্য লাগবে অনেক। কারন একটি সাইট একদিনেই এতো জনপ্রিয় হয়ে ওঠে না। তাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। আর এই কারনেই অনেক বেশি সময় দিতে হয় ওয়েব সাইটের পেছনে। 

এবার আসুন কিভাবে এই সকল ব্লগ সাইট থেকে ইনকাম করা যায়?

এই সকল ওয়েব সাইটে কয়েকভাবে ইনকাম করা যায়। প্রথমত, যেই প্রক্রিয়াটি সবচেয়ে জনপ্রিয় সেইটা হলো আ্যাডসেন্স এর মাধ্যমে। এডসেন্স গুগলের একটি আ্যাডনেট ওয়ার্ক। আর তার জন্য পেইমেন্ট এর সময় কোন ধরনের সমস্যায়ও পড়তে হয় না। প্রায় সব সাইটেই এই ভাবেই ইনকাম করে থাকে। আর সম্প্রতি গুগল বাংলা সাইটেও আ্যাডসেন্স দিচ্ছে।

ডোনেশনের মাধ্যমেও ব্লগ এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। অনেক ওয়েবসাইট আছে যেই সকল ওয়েব সাইট কোন আ্যাডস্ নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে না। ফলে কোন আর্টিকেলের মাঝে আচমকা কোন আ্যাড এসে বিরক্ত করে না। এবং তারা সম্পূর্ণ ব্যাক্তি উদ্দ্যেগে এই ওয়েবসাইগুলো ডেভেলপ করে থাকে। ফলে তাদের আ্যাডসেন্স থেকে আয়ের কোন পথ থাকে না। এবং এই সাইটগুলো তখন ডোনেশন চাই।

আপনার ওয়েবসাইট যদি এই জাতীয় হয় তাহলে আপনি ডোনেশন থেকে আয় করতে পারবেন খুব সহজে।

রেসপন্সার হলো কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের থেকে পাওয়া স্পন্সার পাওয়া যার মাধ্যমে সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি অর্থ পাবেন। যদি আপনার ওয়েব সাইটে ভালোমানের ট্রাফিক থাকে তাহলে আপনিও চাইলে এমন কোন ব্যাক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সার নিতে পারেন এবং প্রোডাক্ট রিভিউ করতে পারেন।

আরও পড়ুনঃ টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে

আবার আপনি চাইলে কোন নতুন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে স্পন্স করেও ইনকাম করতে পারেন। এছাড়াও আরো অনেক উপায়ে আপনি চাইলে ব্লগস্পট থেকে ইনকাম করতে পারেন।


আরও পড়ুনঃ   ফেসবুক থেকে টাকা ইনকাম।

BlogSpot Help English is one of the best useful Technology, finance and many more related websites in This era. People can visit and read topics without resignation.

Post a Comment