এস.ই.ও কি? নতুন সাইটের জন্য কিভাবে এস.ই.ও করবেন? বিস্তারিত
কিভাবে নতুন ওয়েবসাইট/ ব্লগ এস.ই.ও করবেন?
Best SEO tips for beginners
SEO এর পূর্ন রুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। সংক্ষেপে এস.ই.ও। সাধারনত আপনার যদি কোন ওয়েব সাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই এস.ই.ও এর গুরুত্ব অনেক। কারন আপনার সাইটের জন্য বা যে কোন একটি সাইটের জন্য ট্রাফিক অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ন একটা জিনিস। আপনি যদি আপনার সাইটের ট্রাফিক ই না পান বা ভিসিটর ই না আসে সেই ক্ষেত্রে আপনার সাইটটিকে কখনো কেউ চিনবে না।
আপনার ওয়েব সাইটের ভিউ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে এস.ই,ও করতে হবে।
আরও পড়ুনঃ কেন পোষ্ট গুগলে র্যাঙ্ক করে না?
অনেকে নিজে নিজেই করে থাকে আবার অনেকে তার সাইটের জন্য অথবা কোম্পানির সাইটের জন্য এক্সপার্টদেরকে নিয়ে এস.ই.ও করিয়ে নেয় টাকা দিয়ে। যেহেতু আপনি ফ্রিতে ব্লগিং করবেন অথবা একটা সাইট দার করাবেন তাই আপনি চাইলে নিজে নিজেই আপনার ব্লগকে এস.ই.ও করতে পারবেন।
এস.ই.ও করার গুরুত্বঃ
এস.ই.ও কি তা আমরা সবাই জানি। এস.ই.ও করার ফলে আপনার ব্লগে ভিসিটর আসবে খুব সহজেই। এর ফলে আপনার প্রোডাক্ট অথবা আপনার ওয়েব এর নিশ এর ভালো ইম্প্রেসন আসবে। আর আপনার ব্লগ যদি ইনকামের মাধ্যম হয় তাহলে আপনি চাইলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। ইনকামের জন্য আ্যাডসেন্স অথবা এফিলিয়েট মার্কেটিং অথবা লিঙ্ক ব্যাবহার করে থাকেন তাহলে সেখানে ইম্প্রেসন পেতে হলেও আপনাকে এস.ই.ও করতে হবে।
নতুন সাইট কিভাবে এস.ই.ও করবেন?
ইনকামের ক্ষেত্রে
ব্লগিংঃ আপনি যদি ইনকাম করার জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাইটটিকে সঠিক ভাবে এস.ই.ও করতে হবে। ব্লগ সাইট থেকে ইনকামের জন্য কোন ডোমেইন অথবা হোষ্টিং কিনতে হবে না। কিন্তু আপনি যদি আপনার সাইটটিকে ভালোভাবে দার করাতে চান তাহলে আপনাকে সাজেষ্ট করবো একটা ডোমেইন কেনার জন্য।
ওয়ার্ডপ্রেসঃ ওয়ার্ডপ্রেস থেকে ইনকাম করার জন্য ওয়ার্ডপ্রেসে ফ্রিতে পারবেন না। আর এর জন্যই আমি আপনাকে রিকোমেন্ড করবো ফ্রিতে ব্লগিং করতে চাইলে ব্লগার থেকে শুরু করুন।
ওয়ার্ড প্রেসেরে একটা সুবিধা হলো এতে অনেক ধরনের প্লাগিং আছে যার ফলে আপনি এস.ই.ও করতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনি যদি ব্লগিং থেকে করতে চান তাহলে আপনি এই প্লাগিং গুলো পাবেন না।
ব্লগার থেকে শুরু করলে নতুন হিসেবে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এর ফলে সহজেই এডসেন্স পেয়ে যাবেন।
যেভাবে এস.ই.ও করবেনঃ
এছাড়াও আপনার সাইটের জন্য সঠিক প্রক্রিয়াই অফপেইজ এবং অনপেইজ এস.ই.ও করে নিবেন এর ফলে আপনার ওয়েব বা ব্লগটি দিনে দিনে গ্রো হতে থাকবে।
প্রোডাক্ট এর ক্ষেত্রে (কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য)
ব্লগার দিয়ে শুরু করলে শুধু ডোমেইন কিনলেই হবে। কারন এখান থেকে আপনাকে ১৫ জিবি হোস্টিং ফ্রিতে দিবে।
এর পরে আপনি আপনার কোম্পানির সাইটের জন্য অবশ্যই এক্সপার্টদের কে দিয়ে করাবেন। এর কারনে আপনার কিছু স্বার্থ হাসিল হয়ে যাবে।
- আপনার সাইট দ্রুত রেঙ্ক করাতে পারবেন।
- আপনার সাইটটি গ্রো হলে আপনার কোম্পানিও গ্রো হবে।
- আপনার প্রোডাক্টে ইম্প্রেসন বাড়বে।
- আপনার সাইটি টি থেকে ব্যাবসা করতে পারবেন।
- এক্সপার্টদের দিয়ে কাজ করানোর ফলে আপনার সাইটটি থেকে কাঙ্খিত ফলাফল পেতে পারবেন।
- আপনার সাইটটি যেহেতু নতুন আর কোম্পানির সাইট তাই কিছুটা পেইড প্রমোশন করে নিবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন