Welcome to the BlogSpot Show

ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়াই। BlogSpot Help Bangla.

ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়াই.youtube video without ads in bangla.

ইউটিউব ভিডিও দেখুন

ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়াই (youtube video without ads.)

ইউটিউব ভিডিও দেখুন আর নাইবা দেখুন কিন্তু প্রতিদিন একবার দুইবার হলেও এই নামটি হয়তো শুনে থাকবেন। ইউটিউব এ ভিডিও দেখা এখন নৃত্যদিনের একটা কাজ। অনেকের তো আবার দিনের একটা অংশই শুরু হয় ইউটিউবের ভিডিও দেখে। অনেকে অনেক ক্ষেত্রে ইউটিউব ব্যবহার করে।

কেউ বিনোদন এর জন্য ব্যাবহার করে থাকে, কেউ শিক্ষার জন্য ব্যবহার করে থাকে। তবে যে যেই কাজেই ব্যবহার করুক না কেনো তাদের সবচেয়ে বড় ভোগান্তি হলো ইউটিউব ভিডিও এর বিজ্ঞাপন বা এড্স। কিন্তু এখন ইউটিউব ভিডিও দেখুন কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই।

কিভাবে সম্ভব? এর দুইটি উপায় আছে এবং একটি লিগ্যাল পথ আছে। যা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি উপকৃত হবেন।

ইউটিউব ভিডিও দেখুন

ইউটিউব ভিডিও দেখুন প্রিমিয়াম ভার্শনে

ইউটিউব এর প্রিমিয়ার ভার্শনের মাধ্যমে আপনি বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হলো আপনাকে পেই করা লাগবে। অর্থাৎ আপনাকে একাজের জন্য ইউটিউব-কে টাকা দিতে হবে। আর তাছাড়া আপনি যখন ইউটিউব ব্যবহার করছেন তখন আপনি তাদের শর্তসমূহ মেনেই ইউটিউব ব্যবহার করছেন যার ফলে আপনাকে তাদের বিজ্ঞাপন দেখেই ব্যবহার করতে হচ্ছে ইউটিউব।

কিন্তু আপনি এখন থেকে ইউটিউব ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন।

আসলে বিজ্ঞাপন হলো ইউটিউব চ্যানেলের মালিকদের একটা ইনকাম সোর্চ। তারা গুগল এডসেন্স এর মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেল এ ইনকাম হয়। তাই আপনাকে খুব কম ইউটিউবাররাই আপনাকে বলবে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

আবার অনেক সময় ভিডিও খুজলে পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি আপনাকে কিছু টিপ্স দেবো যার ফলে আপনি উপকৃত হবেন।

ট্রিক্স খাটিয়ে বিজ্ঞাপন বাদে ইউটিউব ভিডিও দেখুন।

এক বিশেষজ্ঞের মতে, গুগলের/ব্রাউজার ইনকগনিটো মুডে ইউটিউব দেখে ট্রিক্স খাটালে এই সুবিধা পাওয়া যাবে।

বিশেষজ্ঞ বলেছেন: ভিডিও লিঙ্কের পরে ডটকম এবং স্ল্যাশের মাঝখানে একটি ডট বসাবেন। অর্থাং আপনার লিঙ্কটি youtube.com/xyz তবে আপনার লিঙ্কটি হবে (youtube.com./xyz).

উপরোক্ত পদ্ধত্তি হলো বিশেষজ্ঞের মত।

এই পদ্ধত্তি ব্যবহার করলে আপনার ডিভাইসকে অতিরিক্ত এক্সটেনশনের কারনে বেশি লোড নিতে হবে না আবার আপনার প্রিমিয়াম ভার্শনের জন্য বেশি টাকাও লাগবে না।


এক্সটেনশনের ব্যবহার

এই পদ্ধত্তি ব্যবহার করা সহজ কিন্তু এইটা আপনাকে বার বার করতে হবে। তো আপনি চাইলে এক্সটেনশন ব্যবহার করতে পারেন যার ফলে আপনাকে বার বার ইউআরএল ইডিট করতে হবে না। নিচে কিছু এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি এইগুলোও ব্যাবহার করে দেখতে পারেন

এক্সটেনশনের নাম

  1.       Adblock Plus
  2.     Add-Ons (For Mozila)
  3.   Adblock
  4.   Adblock for Youtube™
  5.    Adguardw

এইগুলো লিখে গুগল এ সার্চ দিলেই আপনি কাঙ্খিত এক্সটেনশনগুলো পেয়ে যাবেন।

এক্সটেনশন এড করে অন করে রাখবেন তাহলে এড্স ব্লক হয়ে যাবে। অনেক এক্সটেনশন আছে যেগুলো থেকে আপনি ওয়েবসাইটের এড্স ও ব্লক করে রাখতে পারবেন। অবশ্য ওয়েবসাইটের আর্টিকেল এড্স গুলো বেশি সমস্যা করে না।

সর্বমোট তিনটি উপায়ে আপনি এড বাদে ভিডিও দেখতে পারবেন। এগুলো হলো পেইড, ট্রিক্স এবং এক্সটেনশন. এই তিনটির মধ্যে যেইটি আপনার কাছে ভালো লাগবে সেই উপায়ে আপনি ইউটিউব ভিডিও দেখুন।


What Is Keyword? কিওয়ার্ড
 নিয়ে তৈরি করা আমাদের এই আর্টিকেল
ফেসবুক থেকে টাকা ইনকাম পড়ুন সম্পূর্ণ।
BlogSpot Help English is one of the best useful Technology, finance and many more related websites in This era. People can visit and read topics without resignation.

Post a Comment