আমি এখানেই
রাতের পরে রাত
দেবে কি আমার সাথ
সাথ যখন দেবে তখন ধৈর্য্য ধরতে হবে
আমার সাথে থাকতে হলে সত্য জানতে হবে
সত্য জানার পরে মানতেও হবে
একটা ডাক দিলেই যুদ্ধ করতে হবে
সুযোগ পেতে হলে কাজ করতে হবে
সুযোগ আসলে কাজে লাগাতে হবে
একটা কথা মনে রেখ
আমার সাথে থাকতে হলে ,ধৈর্য্য ধরতে হবে
দেবে কি আমার সাথ
সাথ যখন দেবে তখন ধৈর্য্য ধরতে হবে
আমার সাথে থাকতে হলে সত্য জানতে হবে
সত্য জানার পরে মানতেও হবে
একটা ডাক দিলেই যুদ্ধ করতে হবে
সুযোগ পেতে হলে কাজ করতে হবে
সুযোগ আসলে কাজে লাগাতে হবে
একটা কথা মনে রেখ
আমার সাথে থাকতে হলে ,ধৈর্য্য ধরতে হবে
বিপদে পরবে যেখানেই
সুযোগ খুজো সেখানেই
পেতে পারো উপায়
নিজের মতো করে
গুছিয়ে নিওয়া সেথায়
আমি যখন থাকবো না
তোমার সাথও দিবো না
পরে আমাকে খুজলে পাবে নিজের মধ্যেই
পরে আমাকে খুজলে পাবে তোমাদের মধ্যেই
বিপদে পড়লে সাহসিকতা দেখাবে যেখানেই
তখন শুনতে পাবে কাব্যগাথা এইত্তো আমি এখানেই