নিস্তব্ধ
নিস্তব্ধ বাতাসে নিস্তব্ধ আলো
মানে এখন দেখি আমি বাদে সবাই ভালো
ভূলের মাশুল ভূলেই শেষ আর হয় যদি ক্ষমা
দিন ভূল রাত ভূল সবাই এখন নিচ্ছে বিমা
স্বপ্ন যখন সত্যি হয় ঘুমেও তখন শান্তি
চোখে আমার স্বপ্নই নেয় কিসের এতো ক্লান্তি?
মনে মনে সবাই আছে নিজের চিন্তাই
কেউ কথা না বলে হেটে যাই নিজ নিজ রাস্তাই
স্বস্তাই সবাই আবার করে নিয়ে টানা টানি
আর একবার যদি বিরুদ্ধে যাই তাহলে মানহানি
সময় এখন দিনের শত্রু আর রাতে চাদের আলো
সূর্য এখন মেঘের নিচে পৃথিবীটা কালো
কষ্টের সাথে বসাবাস আর সুখ এখন শত্রু
ধৈর্য নিয়ে বেচে থাকলে সবাই-ই হয় মিত্র
আকাশ আমার ছাদ আর জমিন-ই আমার মাটি
পৃথিবীর এক কোনায় ছোট্ট আমার ঘাটি
সেই দিন থেকে আজকে পর্যন্ত সবাই আছে মনে
মনে মনে থেকে শুধু মনেই পরে ক্ষনে ক্ষনে
আসল কথা বলতে গেলে ঘুমিয়ে থাকা বাঘ জাগে
আমার কথা বলার আগে নিজের ধানে মই দাও আগে
ফাকা মাঠে গোল দিয়ে নিজেকে ভাবে খেলোয়ার
জবাবটা যখন সামনের দিকে তখন শুধু হাত নেওয়ার

EmoticonEmoticon