স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? (কুরআন ও সুন্নাহের আলোকে)
স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। ইনশাআল্লাহ আজকের লিখাটি একটু হলেও আপনার উপকারে আসবে। অথবা এমন কোন তথ্য পাবেন যা হয়তো এর আগে আপনার জানা হয়নি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। যেহেতু, আমি লিখালিখিতে নিয়মিত না, এবং প্রথমবারের মতো ব্লগস্পট হেল্প বাংলা- তে লেখালেখি করছি তাই আমি এখানে আরো দুইটি বিষয় কভার করার চেষ্টা করবো। স্বপ্নে মসজিদে নামাজ পড়তে দেখলে কি হয়? স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখলে কি হয়? আমরা এই তিনটি স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং বিশিষ্ট আলেমদের মতামত ব্যাক্ত করবো। সেই সাথে যদি এর পরে আবার লেখালেখি করি তখন অন্যান্য আরো অজানা বিষয় কভার করার চেষ্টা করবো। স্বপ্ন কি? বিজ্ঞানের ভাষায় স্বপ্ন বলতে বোঝায় কল্পনা যা আপনি মনে রাখতে পারেন না। অন্যদিকে অতিসাধারন অর্থে ব্যবহৃত স্বপ্নকে ভবিষ্যতের লক্ষ্য বোঝায়। কিন্তু ইসলামে স্বপ্নের একটা বিশেষ গুরুত্ব আছে । বিশেষে করে যখন নবীগণ স্বপ্ন দেখেন তখন সেটা হলো ওহি। উদাহরণ স্বরূপ বলা যায়, হযরত ইব্রাহিম আঃ এর স্বপ্ন ওহি ছিলো। পক্ষান্তরে স্বপ্নের কিছু ...